ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমানঃ যথাযথ মর্যাদায় গুরু গ্রন্থ সাহেব প্রকাশ উৎসব পালিত হল বর্ধমানের বাজেপ্রতাপপুরের গুরুদ্বোয়ারায়। এই উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিখ ধর্মাবলম্বী মানুষরা হাজির হন বর্ধমানে। বাজেপ্রতাপপুর গুরুদ্বোয়ারা প্রধান জজ সিং জানিয়েছেন, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই গ্রন্থ প্রকাশিত হয়েছিল। প্রতিবছরই দেশের প্রতিটি গুরুদ্বোয়ারায় এই পবিত্র দিনটি পালিত হয়ে আসছে। এদিন এই উপলক্ষে সমাজের প্রায় ১ হাজার সমস্ত স্তরের মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। জজ সিং জানিয়েছেন, কলকাতা,আসানসোল, বার্নপুর,হুগলী সহ বহু জায়গা থেকে গুরুদ্বোয়ারা প্রধানরা উপস্থিত হয়েছিলেন এদিন। রীতি অনুযায়ী প্রার্থনা ও অন্যান প্রথা মর্যাদার সঙ্গে পালন করা হয়। তিনি জানান, বাজেপ্রতাপপুরের গুরুদ্বোয়ারা এতদিন দ্বিতল ছিল। এদিন নবনির্মিত তিন তলার দ্বারোদঘাটন হয়।
ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমানঃ যথাযথ মর্যাদায় গুরু গ্রন্থ সাহেব প্রকাশ উৎসব পালিত হল বর্ধমানের বাজেপ্রতাপপুরের গুরুদ্বোয়ারায়। এই উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিখ ধর্মাবলম্বী মানুষরা হাজির হন বর্ধমানে। বাজেপ্রতাপপুর গুরুদ্বোয়ারা প্রধান জজ সিং জানিয়েছেন, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই গ্রন্থ প্রকাশিত হয়েছিল। প্রতিবছরই দেশের প্রতিটি গুরুদ্বোয়ারায় এই পবিত্র দিনটি পালিত হয়ে আসছে। এদিন এই উপলক্ষে সমাজের প্রায় ১ হাজার সমস্ত স্তরের মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। জজ সিং জানিয়েছেন, কলকাতা,আসানসোল, বার্নপুর,হুগলী সহ বহু জায়গা থেকে গুরুদ্বোয়ারা প্রধানরা উপস্থিত হয়েছিলেন এদিন। রীতি অনুযায়ী প্রার্থনা ও অন্যান প্রথা মর্যাদার সঙ্গে পালন করা হয়। তিনি জানান, বাজেপ্রতাপপুরের গুরুদ্বোয়ারা এতদিন দ্বিতল ছিল। এদিন নবনির্মিত তিন তলার দ্বারোদঘাটন হয়।