পিয়ালী দাস, বীরভূমঃ দাদ খুন! তাও আবার নিজেরই দু বোনের হাতে। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল বীরভূমের ময়ূরেশ্বরের ব্রাহ্মণ বহরা গ্রামে। খুন করার পর দুই বোনও নিজেদের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। মৃত দাদার নাম বৃন্দাবন মণ্ডল। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। জানা গেছে,মৃত ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,বয়স ৩৭ বছর। দুই বোনের নাম বানেশ্বরী মণ্ডল এবং পিঙ্কি মণ্ডল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে দুই বোন দাদাকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর দুই বোনও আত্মহত্যার জন্য নিজেদের হাতের শিরা কাটে। ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ময়ূরেশ্বর থানায় খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুই বোনকে ভর্তি করা হয় বাসুদেবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তাদের মধ্যে এক বোনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। দুই বোনের চিকিৎসা চলছে দুটি হাসপাতালে।
পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই এত বড় ঘটনা। বাড়িতে সদস্য বলতে বাবা, দাদা ও দুই বোন। দুই বোনের বয়স দিন দিন বাড়তে থাকা সত্ত্বেও বিয়ের কোনো ব্যবস্থা হয়নি। অন্যদিকে পুলিশ আরও তদন্ত করছে এই ঘটনার পিছনে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় লুকিয়ে রয়েছে কিনা। পুলিশি তদন্তের পরেই জানা যাবে শুধুই মানসিক অবসাদ, নাকি দুই বোন মিলে দাদা কে খুন করেছে, নাকি এই ঘটনার পেছনে রয়েছে আরও অন্য কোনো ষড়যন্ত্র।