Headlines
Loading...
খবরের প্রতিবাদ - মুম্বাইয়ে 'মিস অ্যান্ড মিসেস অপ্সরা ইন্ডিয়া, ২০১৮' প্রতিযোগিতায় সেরার শিরোপা বর্ধমানের গৃহবধু সঙ্গীতা সিনহার

খবরের প্রতিবাদ - মুম্বাইয়ে 'মিস অ্যান্ড মিসেস অপ্সরা ইন্ডিয়া, ২০১৮' প্রতিযোগিতায় সেরার শিরোপা বর্ধমানের গৃহবধু সঙ্গীতা সিনহার


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ গত ৪ সেপ্টেম্বর অন্যান্য খবরের পাশাপাশি ‘মিস অ্যান্ড মিসেস অপ্সরা ইন্ডিয়া, ২০১৮’ শীর্ষক যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল, সেখানে বেশ কিছু তথ্য ভুল পাওয়া গেছে বলে জনৈক সৈকত মুখার্জী উক্ত অনুষ্ঠানের কিছু ভিডিও সহ তথ্য পেশ করেছেন। সেই ভিডিও এবং তথ্য হুবহু প্রকাশ করা হল। সত্য মিথ্যা যাচাই করা পাঠকের দায়িত্ব। 

       এই ‘মিস অ্যান্ড মিসেস অপ্সরা ইন্ডিয়া, ২০১৮’ অনুষ্ঠানটি ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মুম্বাই-এর আই টি সি, ফরচুন হোটেলে হয়। এখানে মোট ১৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এবং ৮ জন গৃহবধূ। সেই ৮ জনের মধ্যে মিসেস অপ্সরা হয়েছেন মহারাষ্ট্রের মিসেস হেমলতা।মোট ৮ জন প্রতিযোগীর মধ্যে ৬ জন পুরষ্কার পেয়ে থাকেন। সেখানে দুটি ক্যাটেগরি থাকে গৃহবধূদের জন্য। সেখানে মিসেস সঙ্গীতা সিনহা পেয়েছেন মিসেস অপ্সরা প্রিমিয়ার ক্যাটেগরির অ্যাওয়ার্ডটি। এখানে উনি কোনও অডিশন-এর মাধ্যম দিয়ে অংশ নেন নি। সরাসরি ফোন করে অংশ নিতে গিয়েছিলেন। এই অনুষ্ঠানটিতে প্রধানত মহারাষ্ট্র থেকে প্রতিযোগীরা অংশ নিয়ে থাকেন। দেশের অন্য রাজ্যগুলি থেকে মাত্র ৩ জন গিয়েছিলেন। এই ধরণের অনুষ্ঠান প্রায় সব মেট্রো ও সেমি-মেট্রো সিটিতে হয়ে থাকে বিভিন্ন শিরোনাম দিয়ে। এভাবে নিজেকে প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করাটা আমাদের মনে হয় ঠিক হচ্ছে না।
এই পত্রের সাথে কিছু প্রয়োজনীয় লিংক শেয়ার করলাম। আপনারা বিচার করুন কোনটা ঠিক।

before result

Ms And Mrs Apsara 2018 FULL EVENT | Smriti Panchal | Latest Bollywood News

with all result:



ধন্যবাদসহ
সৈকত মুখার্জী
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});