ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমানঃ দীর্ঘদিনের সমস্যা সহ্যের বাইরে চলে যাবার পর শনিবার এলাকার কয়েকশ মহিলা থেকে শিশুরা মিলে ভেঙ্গে দিল এলাকায় চলতে থাকা অবৈধ তিনটি মদের ভাট্টী। বর্ধমান শহরের ২১ নং ওয়ার্ডের পাশীখানা এলাকায় গত প্রায় ৪০ বছর ধরে চলছিল এই অবৈধ মদের কারবার। বিভিন্ন সময় এলাকার মানুষ এই সমস্যার কথা জন প্রতিনিধি থেকে প্রশাসনের কাছে জানালেও সম্পূর্ণভাবে এই কারবার বন্ধ হয়নি।
অভিযোগ, পুলিশ এলাকায় গেলেও সাময়িক বন্ধ করার পরে ফের রমরমিয়ে কারবার শুরু হত। এদিন এলাকার মহিলা,পুরুষ থেকে শিশুরাও প্রতিবাদে রাস্তায় নামে। ভেঙ্গে দেওয়া হয় একের পর এক মদের ভাঁটি। নষ্ট করে দেওয়া হয় মদ তৈরির যাবতীয় উপকরণ।
স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, এরপর কেউ এই কারবার শুরু করার চেষ্টা করলে তাকে এলাকা ছাড়া করে দেওয়া হবে সন্মিলিত ভাবে। এদিন শিশুদের হাতেও দেখা গেছে এলাকার পরিবেশ সুস্থ রাখতে নানান বার্তা সহ প্ল্যাকার্ড।