ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বুদবুদ থানাকে পূর্ব বর্ধমান আদালতের আওতায় আনার দাবীতে বুধবার থেকে ৭ দিনের কর্মবিরতির ডাক দিল বর্ধমান বার এ্যাসোশিয়েশন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হয়রানির আশঙ্কা দেখা দিল বিচারপ্রার্থীদের। মঙ্গলবার বর্ধমান বার এ্যাসোসিয়েশনের সভায় এই কর্মবিরতির সিদ্ধান্ত গৃহিত হয়। যদিও পুজোর মুখে ৭দিন ধরে আদালতের কাজকর্ম বন্ধ থাকার ঘটনায় আইনজীবীদের অনেকই এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ কর্মবিরতির পক্ষে মত দেওয়ায় ৭দিনের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনই কর্মবিরতির সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট সহ জেলা জজের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে।
বর্ধমান বার এ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা জানিয়েছেন, সাত দিনের কর্মবিরতি শেষে আগামী বুধবার ফের তাঁরা বৈঠকে বসবেন। এরমধ্যে তাঁদের দাবী না মিটলে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।