Headlines
Loading...
বর্ধমানে পালিত হল  বিশ্ব ফিজিওথেরাপি দিবস

বর্ধমানে পালিত হল বিশ্ব ফিজিওথেরাপি দিবস



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ অন্য দিনের মতো আজও একটি দিন ৷ তবে আমরা অনেকেই জানিনা আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস ৷ বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসে ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিষ্ট - এর বর্ধমান শাখা ও বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিক্যাল এন্ড লাইফ সায়েন্স এর যৌথ উদ্যোগে বিশেষ ভাবে পালিত হল দিনটি ৷ 


উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে এই দিনটি বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসাবে পালন হয়ে আসছে ৷ দৈনন্দিন জীবনে ওষুধের ব্যবহার ছাড়াও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্য মাধ্যম হল ফিজিও থেরাপি ৷ অনুষ্ঠানের প্রধান বক্তা অধ্যাপক ডা: সত্যেন ভট্টাচার্য জানান, স্ট্রোক জনিত পক্ষাঘাত থেকে শুরু করে বহু অস্ত্রপচারের আগে ও পরে ফিজিওথেরাপী খুবই গুরুত্বপূর্ণ ৷


বর্ধমান শাখার আহ্বায়ক ডা: আদিত্য পাল জানান, সাধারন মানুষ যাতে খুব সহজেই এই চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারে জানতে পারেন সেই ব্যাপারে তারা উদ্যোগ নেবেন ৷ বর্তমানে খেলোয়াড়দের চোট আঘাতে ফিজিওথেরাপীর ভূমিকা অনস্বীকার্য ৷ এদিন এই অনুষ্ঠানে ট্রাফিক পুলিশ যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে ডিউটি করেন, তাদের উদ্দেশ্যে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});