Headlines
Loading...
বিরোধী দলে ভাঙন, তৃণমূলে যোগদান আরও দুই জয়ী সদস্যের

বিরোধী দলে ভাঙন, তৃণমূলে যোগদান আরও দুই জয়ী সদস্যের



সান্তনু দাস,পুরুলিয়াঃ পঞ্চায়েত সমিতি দখলে এলেও পুরুলিয়ায় বিরোধী দলে ভাঙ্গন এখনও অব্যাহত। এবার আড়ষা পঞ্চায়েত সমিতির কংগ্রেস ও নির্দল থেকে আরও দুই জয়ী সদস্য যোগদান করলেন তৃণমূলে। শুক্রবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ওই দুই দল ত্যাগীকে দলের পতাকা হাতে তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো।

প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনে ২৩ টি আসন বিশিষ্ট আড়ষা পঞ্চায়েত সমিতিতে তৃণমূল পেয়েছিল ১০ টি আসন এবং বিজেপি ৯ টি,কংগ্রেস ২ টি,ফ:ব ১ টি ও নির্দল ১ টি আসন। যার ফলে আগেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল।এদিন কংগ্রেস থেকে জয়ী সদস্য নারায়ণ চন্দ্র মাহাতো ও নির্দল থেকে জয়ী সদস্য শ্রীনিবাস মাহাতো তৃণমূলে যোগদান করায় তৃণমূল ওই সমিতিতে আরও শক্তিশালী হলো বলে দাবি জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});