Headlines
Loading...
বর্ধমানে সাত সকালে বাস দুর্ঘটনায় মৃত ১, আহত ৩৫

বর্ধমানে সাত সকালে বাস দুর্ঘটনায় মৃত ১, আহত ৩৫


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসিঃ গলসির গোহগ্রাম থেকে বর্ধমানের দিকে আসার পথে ফাগুপুরে একটি যাত্রী বোঝাই বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো। ঘটনাটি ঘটেছে সকাল ৬ টা নাগাদ। এই ঘটনায় সিরাজুল হক (৩৬) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত প্রায় ৩৫ জন।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের দিক থেকে কলকাতামুখী একটি ১০চাকার লরি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে বাসটির পিছনে। বাসটি সেই সময় স্টপেজে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিলো। ধাক্কার তীব্রতায় বাসটি কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় বাসটি। আচমকা এত জোরে ধাক্কা লাগায় বাসে থাকা যাত্রীরা সকলেই কম বেশি আহত হয়। উল্টে যাওয়ার পর কয়েকজন যাত্রী বাসের নীচে চাপাও পড়ে যায়। ঘটনার পর বাসের চালক ও খালাসি পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসীরা উদ্ধারকাজে নেমে আহত যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ লরিটিকে আটক করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});