সান্তনু দাস,পুরুলিয়াঃ বিজেপির জয়ী সদস্যার যোগদানে পুরুলিয়ায় আরও এক গ্রামপঞ্চায়েত দখল নিল তৃণমূল। এবার পুরুলিয়া ২ নং ব্লকের আগোয়া নড়রা গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে ওই গ্রামপঞ্চায়েত থেকে বেজেপির জয়ী সদস্যা বন্দনা মাহাতো যোগদান করলেন তৃণমূলে। এদিন পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে বন্দনা মাহাতোর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বন্দনা মাহাতো আজ বিজেপি ছেড়ে তৃনমুল কংগ্রেসে যোগদান করলেন। তার যোগদানে এবার আমরা ওই পঞ্চায়েত সমিতি গঠন করতে পারবো।