ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ পেট্রোল ডিজেলের পর এবার হেঁশেলে আগুন। ফের বাড়ল গ্যাসের দাম। আজ ১ লা সেপ্টেম্বর থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩০ টাকা করে বেড়েছে। জানা গিয়েছে, গত শুক্রবার পর্যন্ত কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ছিল ৮১৭.৫০ টাকা। শনিবার থেকে তার সঙ্গে অতিরিক্ত ৩০ টাকা যুক্ত হয়ে তা দাঁড়াল ৮৪৭ টাকা। যদিও দেশের বিভিন্ন রাজ্যে দাম বেড়েছে ভিন্ন। লাগাতার জ্বালানির দাম বেড়ে চলায় রীতিমত চিন্তায় মধ্যবিত্ত।