ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ ১০০ দিনের কাজে সর্বাধিক ২ কোটি ৯৩ লক্ষ কর্ম দিবস সৃষ্টি করে দেশের মধ্যে সেরা জেলার স্বীকৃতি ছিনিয়ে নিল পূর্ব বর্ধমান জেলা। মহাত্মা গান্ধী জাতীয় কর্মসুনিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ২০১৭-১৮ সালের নিরিখে এই পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। আর রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা পূর্ব বর্ধমানের এই সম্মান প্রাপ্তির পরেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভূয়সী প্রশংসা করেছেন এই স্বীকৃতির। তিনি লিখেছেন, এই নিয়ে টানা তিনবার এই রাজ্য দেশের মধ্যে ১০০ দিনের কাজে সেরার স্বীকৃতি পেলো।মুখ্যমন্ত্রী এবিষয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানিয়েছেন। আগামী ১১ সেপ্টেম্বর নিউ দিল্লিতে সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্যের হাতে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে সেপ্টেম্বর মাসে ১০০ দিনের কাজের প্রাথমিক পর্যায়ের বিচারে রাজ্যের ৬ টি জেলাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। জেলাগুলি ছিল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, কোচবিহার, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি। এরপর চলতি বছরের ১৯ মে এই জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান এবং কোচবিহার জেলাকে ক্ষেত্র স্তরের স্ক্রীনিং-এর জন্য বাছাই করা হয়। ৩১ মে ও ১জুন এই দুদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদল জেলার ৯ টি ব্লক ও ১৩ টি গ্রাম পঞ্চায়েত সরজমিনে ঘুরে দেখেন। আর তারপরই দেশের মধ্যে সেরা কর্ম দিবস সৃষ্টিকারী জেলা হিসাবে পূর্ব বর্ধমানের নাম ঘোষণা করা হয়।