Headlines
Loading...
পূর্ব বর্ধমান জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

পূর্ব বর্ধমান জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ মঙ্গলবার প্রত্যাশামতই পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি হিসাবে শপথ নিলেন শম্পা ধাড়া সহ ৫৮ জন নির্বাচিত সদস্য। একইসঙ্গে সহকারী সভাধিপতি হিসাবেও এদিন শপথ নিলেন বিদায়ী বোর্ডের সভাধিপতি দেবু টুডু। এদিন বর্ধমান কালেক্টরেট চত্বরে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস,রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ সাংসদ, বিধায়করাও। হাজির ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় প্রমুখরাও।


এদিন নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক প্রবীর চট্টোপাধ্যায়। শপথ গ্রহণের আগে এদিন বর্ধমান টাউন হল থেকে শোভাযাত্রা সহ নির্বাচিত সদস্যরা হাজির হন কালেক্টরেট চত্বরে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মন্ত্রী সহ নির্বাচিত সদস্যরা হাজির হন জেলা পরিষদে। এদিন জেলা পরিষদে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের লেখা বইয়ের লাইব্রেরীটিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী অরুপ বিশ্বাস। সভাধিপতি হিসাবে নিজের আসনে বসে শম্পা ধাড়া জানিয়েছেন,দলের নির্দেশকে মাথায় নিয়েই সাধারণ মানুষের স্বার্থে তিনি কাজ করবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});