Headlines
Loading...
আত্মঘাতি ছাত্রী

আত্মঘাতি ছাত্রী

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ পড়াশোনা নিয়ে বকাবকি করায় বিষ খেয়ে আত্মঘাতি হল দশম শ্রেণীর এক ছাত্রী। মৃতের নাম রুমকি রবিদাস (১৭)। বাড়ি বীরভূমের মুরারই থানার রুদ্রনগর এলাকায়। সে রুদ্রনগর আব্দুল লতিফ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ায় তাকে অভিভাবকরা বকাবকি করেন। তার জেরেই বৃহস্পতিবার সে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে আত্মঘাতি হবার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});