Headlines
Loading...
মোস্ট ইনোভেটিভ মেক-আপ আর্টিস্ট ২০১৮ সম্মানে ভূষিত হলেন বর্ধমানের সুহিরা ব্যানার্জি

মোস্ট ইনোভেটিভ মেক-আপ আর্টিস্ট ২০১৮ সম্মানে ভূষিত হলেন বর্ধমানের সুহিরা ব্যানার্জি



ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ মোস্ট ইনোভেটিভ মেক-আপ আর্টিস্ট - ২০১৮ সম্মানে ভূষিত হলেন বর্ধমান শহরের অভিজাত পরিবারের গৃহবধূ তথা এথিনা বিউটি পার্লারের কর্ণধার সুহিরা ব্যানার্জি। গত ৮ সেপ্টেম্বর কলকাতার হিন্দুস্থান ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত মিস ইণ্ডিয়া খাদি ২০১৮ শীর্ষক একটি প্রতিযোগিতায় এই স্বীকৃতি দিল কেন্দ্রীয় খাদি দপ্তর। দপ্তরের পক্ষ থেকে এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিল ড্রীম জোন। উল্লেখ্য, সর্বভারতীয় এই প্রতিযোগিতায় সুহিরা ব্যানার্জি একজন বিশিষ্ট বিচারকেরও দায়িত্ব পালন করেছেন। এই বিষয়েও তাঁকে বিশেষ সন্মান জ্ঞাপন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। 

বুধবার বর্ধমানের নিজ বাসগৃহে এক সাংবাদিক সম্মেলনে সুহিরা ব্যানার্জি জানান, একজন গৃহবধু হিসাবে তাঁর এই স্বীকৃতি অন্য মহিলাদেরও উৎসাহিত করবে। নারী-পুরুষ সকলেরই যেমন উচিত বাহ্যিক ভাবে নিজেকে সুন্দর রাখা, তেমনই প্রত্যেকের চারিত্রিক গুণাবলী যেন সবাইকে আরও সুন্দর করে তোলে। তিনি জানান, নারীদের সাজিয়ে তোলার ক্ষেত্রে মূলত ভেষজ পদ্ধতিকেই কাজে লাগান তিনি। আসন্ন দুর্গাপুজোর আগে সকলের জন্য সুহিরা ব্যানার্জির টিপস - মেক-আপ নয়, মেক ওভারই হোক এবারের পুজোর বিশেষত্ব। নারী-পুরুষ সকলেই তাঁর নিজস্বতাকে ফুটিয়ে তুলুক এই পুজোয়।এদিন সুহিরা ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার সোনু সেন এবং সৈকত সিনহা। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});