Headlines
Loading...
বর্ধমান ফুডিশ ক্লাবের উদ্যোগে দুস্থদের খাবার বিতরণ অনুষ্ঠানে জেল সুপার

বর্ধমান ফুডিশ ক্লাবের উদ্যোগে দুস্থদের খাবার বিতরণ অনুষ্ঠানে জেল সুপার


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ যেকোনো অনুষ্ঠানে উদ্বৃত্ত খাবারের সন্ধান পেলেই ছুটে যান তাঁরা। দিন হোক কিম্বা রাত সেই খাবার সংগ্রহ করে এনে শহরের দুস্থ, গরিব নিরন্ন পরিবারগুলোর হাতে তুলে দেওয়ায় তাঁদের উদ্দেশ্য। সংখ্যায় তাঁরা অনেক। কিন্তু প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত।নাম ফুডিশ ক্লাব। মঙ্গলবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে এক ব্যক্তির সৌজন্যে এই ফুডিশ ক্লাব বেশ কিছু খাবারের সন্ধান পায়। সেই খাবার এদিন বর্ধমান ষ্টেশনের সামনে দুঃস্থদের হাতে তুলেও দেওয়া হয়। এই মহৎ কাজে যোগ দিতে হাজির হয়েছিলেন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার নভীন কুজুর, বর্ধমান ষ্টেশন ম্যানেজার স্বপন অধিকারীও।

এই ক্লাবের সদস্য তথা মূল উদ্যোক্তা মিনাজউদ্দিন আহমেদ জানিয়েছেন,প্রায় একবছর হল তাঁরা এই ক্লাব গঠন করেছেন। বর্ধমানের প্রায় ৩০টি ক্যাটারার সংস্থা এবং বিভিন্ন মন্দির কমিটির সঙ্গে তাঁরা নিয়মিত যোগাযোগ রাখেন। খাবার উদ্বৃত্তের খবর পেলেই তাঁদের সদস্যরা সেখানে ছুটে যান। খাবার সংগ্রহ করে বর্ধমান শহরের ভাতছালা কুঁয়েপাড়া, জেলখানা মোড়, বীরহাটা, বর্ধমান ষ্টেশন এলাকায় যে সমস্ত দুঃস্থ মানুষ আছেন তাঁদের হাতে সেই খাবার তুলে দেন। তিনি জানিয়েছেন, তাঁদের এই কাজের জন্য গোটা রাজ্যে প্রায় ৬৭ হাজার মানুষ ফেসবুকের মাধ্যমে তাঁদের সদস্যভুক্ত হয়েছেন।এদিন তারা তাদের ৮২ তম খাবার বিতরণ অভিযান সম্পন্ন করলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});