Headlines
Loading...
সাপের জ্বালায় পালিয়ে এখন তেঁতুল তলায় বাস

সাপের জ্বালায় পালিয়ে এখন তেঁতুল তলায় বাস

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ ঘরে বাসা বেধেছিল বিষধর সাপ। তাই নিয়েই ঘরের মধ্যে বসবাস করছিলেন দিলদার শাহ ও তার স্ত্রী সোনালী শাহ। রাত হতেই হিস হিস শব্দতে সিধিয়ে থাকত এই পরিবারটি। প্রতিবেশীরাও আতঙ্কে থাকতেন সবসময়। ঘটনাটি কালনার শিকারপুর এলাকার। 

অবশেষে গোটা বাড়িটাই ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয় দিলদার। তারপরই মঙ্গলবার বাড়ি থেকে বের হল ৩৫ টি বিষধর সাপের বাচ্চা ও দুটি বিষধর বড় সাপ। আর ঘর বাড়ি ভেঙ্গে রাস্তার ধারে ত্রিপলের ছাউনিই এখন ভরসা দিলদার ও তার পরিবারের। 

এদিকে ভাঙা ঘরগুলির মধ্যে আরও সাপ আছে কিনা সেই আতঙ্ক এখনও কাটেনি প্রতিবেশীদের বা দিলদা্রের পরিবারের। উদ্ধার হওয়া সাপগুলিকে অবশ্য জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});