ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ এলাকায় মঙ্গলবার দুপুরে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সুজিত রায়(৫৮) নামে বর্ধমানের রায়ান গ্রামের এক ব্যাক্তির। বর্ধমান মেডিকেল কলেজে ময়না তদন্ত করে এদিন সন্ধ্যায় দেহ বাড়ি নিয়ে আসার সময় মৃতের পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা হটাতই বর্ধমান স্টেশন এর সামনে রাস্তায় গাড়ি সহ মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। আর এর ফলে কিছুক্ষনের মধ্যে জনবহুল এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে পরে চারদিক। সারি দিয়ে রাস্তার সব দিকে দাঁড়িয়ে যায় যানবাহন। চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় পথ চলতি মানুষকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উল্লেখ্য, সম্প্রতি এই এলাকায় কয়েকটি পথ দূর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। বারবার এই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুতে খুদ্ধ এলাকাবাসী এদিন পথ অবরোধ করে দেয়।
জানা গেছে, সুজিত বাবু পেশায় লটারি বিক্রেতা ছিলেন। তিনি প্রত্যেকদিনের মতো আজও শহরে আসার সময় ওভারব্রীজে উঠছিলেন। সেই সময় পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনা স্থলেই মৃত্যু হয় তার।