Headlines
Loading...
ঐতিহাসিক মহরম উপলক্ষে আগাম বর্ধমানের রাস্তায় মানুষের ঢল

ঐতিহাসিক মহরম উপলক্ষে আগাম বর্ধমানের রাস্তায় মানুষের ঢল



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ মুসলিম ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাস মহরম। আর এই মাসের ১০ তারিখেই ঐতিহাসিক কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন নবি পুত্র হাসান ও হুসেন। বিশ্ব জুড়ে ধর্মপ্রাণ মুসলিম মানুষ এই দিনটিকে প্রাচীনকাল থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে। বর্ধমান শহরেও মঙ্গলবার ঐতিহাসিক মহরম মাসের সাত তারিখে শহরের ভেড়িখানা এলাকার পির আস্তানা থেকে কয়েকশ বাচ্চা, যুবক ও মধ্যবয়সী মানুষ হাসান ও হুসেনের নামে স্লোগান দিয়ে কারবালায় (কবরস্থান) যায়। 

মহরম কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার মুখার্জী জানান, বর্ধমান শহরে ঐতিহাসিক মহরম মাস পালন প্রাচীনকাল থেকে হয়ে আসছে। কার্যতঃ আজকের দিনে অর্থাৎ মহরম মাসের সাত তারিখে দূরদূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়। এই পবিত্র মহরমকে ঘিরে মানুষ আজকের দিনে মানসিক করে থাকেন বিভিন্ন কল্যাণের জন্য। শুধু মুসলিমরা নয়, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মানসিক পুরণের জন্য এদিন ভেড়িখানা পির স্থান থেকে কোমরে ঘন্টা দড়ি, ময়ূরের পালক ও মাথায় ইয়া হোসেনের কাপড় বেঁধে তিনদিন সকাল থেকে উপোস রেখে সন্ধ্যায় আজানের সময় উপোস অর্থ্যাৎ রোজা ভঙ্গ করবেন। নিরামিষ খাবারের সাথে পরিবারের সদস্যরাও এই নিয়ম পালন করবেন। আগামী ২১ শে সেপ্টম্বর শোকের মহরম পালিত হবে গোটা বিশ্ব জুড়ে ,একই সাথে পূর্ব বর্ধমান জেলা জুড়েও মহরমে সামিল হবেন ধর্মপ্রাণ অগুনিত মানুষ।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});