ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ উত্তর দিনাজপুরের ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর প্রতিবাদে এবং দোষীপুলিশের শাস্তির দাবিতে অল ইন্ডিয়া ডিএসও -এর আহ্বানে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলাতেও কালা দিবস পালনে পথে নামল পুরুলিয়া জেলা ডিএসও -এর সংগঠন।আজ পুরুলিয়া জেলার রঘুনাথপুর,পুরুলিয়া শহর,পাড়া সহ বিভিন্ন ব্লকে কোথাও বিক্ষোভ আবার কোথাও পথসভার মধ্যদিয়ে কালা দিবস পালনে তারা এগিয়ে আসে।
পুরুলিয়া জেলা ডিএসও সংগঠনের সভাপতি স্বদেশ প্রিয় মাহাতো বলেন,আজ রাজ্যের নাগরিকদের কাছে এক কলঙ্কিত দিন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাঁড়িভিটা হাই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গ্রামবাসীদের বিক্ষোভ দমনে পুলিশি হামলা চালায়। সেই বিক্ষোভে পুলিশ বর্বর ভাবে লাঠিচার্জ করে ও গুলি চালায়। যে গুলিতে উক্ত গ্রামেরই এক ছাত্র রাজেশ সরকারের মৃত্যু হয়।রাজেশ সরকারের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। পুলিশ প্রশাসনের এই বর্বর আক্রমণকে তারা তীব্র ধিক্কার জানায়। স্বদেশ প্রিয় মাহাতো বলেন, দোষী পুলিশ অফিসারের শাস্তির দাবি জানাচ্ছি ও দ্রুত শিক্ষক নিয়োগের সমস্যা সমাধানের দাবি করছি।