ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ আইএফএ পরিচালিত আন্ত:জেলা অনুর্দ্ধ ১৭ ফুটবলে ঘরের মাঠে বীরভূমকে ১-০ হারালো বর্ধমান ৷ খেলা হলো সিউড়ি স্টেডিয়ামে ৷ বর্ধমানের রাজ সিংহ-এর করা গোলে প্রথমার্ধে বর্ধমান ১-০ এগিয়ে যায় ৷ এরপর বীরভূম গোলের চেষ্টা করলেও গোল পেতে ব্যর্থ হয় ৷ প্রথমার্ধের খেলা ১-০ তেই শেষ হয় ৷ দ্বিতীয়ার্ধে বীরভূম বর্ধমানের গোলমুখে মুহুর্মুহু আক্রমন চালালেও বর্ধমানের গোলরক্ষক দীপঙ্কর সরকার তিনকাঠির নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে অসাধারন গোলকিপিং করেন ৷ খেলা শেষ হয় ১-০ গোলেই ৷ ম্যাচ জেতে কোচ বাপী বিশ্বাস ও ম্যানেজার সমর চন্দ্র দাসের বর্ধমান ৷ ম্যান অব দ্য ম্যাচ হন বর্ধমানের গোলরক্ষক দীপঙ্কর সরকার ৷ ম্যাচ জেতায় দলকে শুভেচ্ছা জানান বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক দেবাশিষ কোনার, সংস্থার সাধারন সম্পাদক পীরদাস মন্ডল ৷ বর্ধমানের পরবর্তী খেলা বৃহস্পতিবার।