ফোকাস বেঙ্গল ডেস্ক,জলপাইগুড়িঃ মঙ্গলবার জলপাইগুড়ির তিস্তা সেতুর আগে একটি বেসরকারি বাসের সামনের চাকা খুলে যাওয়ায় ঘটে গেল সড়ক দুর্ঘটনা। এই ঘটনায় জখম হয়েছে ১৬ জন যাত্রী। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, আহতদের মধ্যে একজন যাত্রীর অবস্থা বেশ সংকটজনক। এদিন বাসটি মাল ব্লকের ক্রান্তি থেকে জলপাইগুড়ি আসছিল। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থেকে দমকল এবং পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।