Headlines
Loading...
রাজ্যের মধ্যে সেরা বিদ্যালয় এর সন্মান পেল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল

রাজ্যের মধ্যে সেরা বিদ্যালয় এর সন্মান পেল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ রাজ্যের মধ্যে সেরা স্কুলের পুরস্কার জিতে নিল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। বুধবার শিক্ষক দিবসে কলকাতার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে স্কুলের হাতে সেরা বিদ্যালয় সম্মাননা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলার মাত্র ১৩ টি বিদ্যালয় এই সন্মান অর্জন করেছে। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী ও দেবপ্রসাদ ভট্টাচার্য এই পুরস্কার গ্রহন করেন।

 শম্ভুনাথ বাবু জানিয়েছেন, এই সন্মান বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে। এই সন্মান তাদেরও প্রাপ্য। তিনি আরও জানান, বিদ্যালয়ের গত তিন বছরের শিক্ষার মান, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, ফলাফলের শতাংশের ধারাবাহিকতা সহ স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন এবং শৃঙ্খলা ইত্যাদির নিরিখে এই সন্মান অর্জন করেছে বিদ্যালয়। 

আগামীদিনেও এই সন্মান যাতে আমরা ধরে রাখতে পারি তার জন্য ছাত্র, শিক্ষক, শিক্ষা কর্মী সকলকে নিজের নিজের দায়িত্ব এবং কর্তব্য যথাযথ ভাবে পালন করার আহ্বান জানিয়েছেন প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী।   
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});