Headlines
Loading...
কালনায় মুখ্যমন্ত্রীর ছবিতে কাদা লেপে দেওয়ার ঘটনায় উত্তেজনা

কালনায় মুখ্যমন্ত্রীর ছবিতে কাদা লেপে দেওয়ার ঘটনায় উত্তেজনা

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ তৃণমূল পার্টি অফিসের দেওয়ালে আঁকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কাদা লেপে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার সাতগাছি অঞ্চলে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের দিকে। 

এই ঘটনায় কালনা থানায় ইতিমধ্যে ১৩ জন বিজেপি কর্মীর নামে অভিযোগ জানিয়েছেন সাতগাছি তৃণমূল অঞ্চল সভাপতি বলাই উপাধ্যায়। অভিযোগের পরই ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে এই ঘটনার পিছনে বিজেপির কোন হাত নেই বলে স্থানীয় নেতৃত্ব জানিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});