Headlines
Loading...
অবশেষে জামিনে মুক্তি পেলেন বিজেপি নেতা শুভেন্দু সরকার

অবশেষে জামিনে মুক্তি পেলেন বিজেপি নেতা শুভেন্দু সরকার


ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিন দিনাজপুরঃ জামিন পেলেন দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার। ৫৩ দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়ে শুক্রবার ছাড়া পান তিনি। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট সংশোধনাগারের সামনে জেলা সভাপতিকে স্বাগত জানাতে হাজির ছিল বিজেপির জেলা নেতৃত্ব। গেরুয়া আবীর ও ফুলের মালা দিয়ে সেখানে তাঁকে স্বাগত জানান দলীয় কর্মী সমর্থকরা। মিছিল শেষে জেলা কার্যালয়েও যান শুভেন্দুবাবু। 

উল্লেখ্য, বুনিয়াদপুরের প্রাক্তন বিজেপি নেত্রী মৌসুমি মজুমদারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত ১৬ জুলাই রাতে পুলিশ গ্রেপ্তার করে শুভেন্দু সরকারকে। মৃতের স্বামী শুভেন্দু সরকার সহ মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালতে পেশ করার পর প্রথমে তিনদিনের পুলিশ হেপাজত হয় তার। পরে আরও ৬ দিনের পুলিশি হেপাজত হয় ওই নেতার।তিনবার তাকে গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুর আদালতে তোলা হয়। শেষে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত। এরই মধ্যে বালুরঘাট জেলা আদালতে পুরোনো ৪টি মামলায় দু'বার তাঁকে আদালতে তোলা হয়। গত ৩০ অগাস্ট উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন জানান শুভেন্দু সরকার। অবশেষে গতকাল উচ্চ আদালত শুভেন্দুবাবুর জামিন মঞ্জুর করে।

বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল জেলা সভাপতিকে। দীর্ঘ লড়াইয়ের অবসান হলো আজ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});