ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার সংহতি মঞ্চে অনুষ্ঠিত হলো কাটোয়া জাগরীর ২৪ তম বার্ষিক অনুষ্ঠান। শুরুতে শিশু থেকে পৌঢ়–বিভিন্ন বয়সের ৪০ জন শিল্পী সমন্বয়ে পরিবেশিত হয় উদ্বোধনী সংগীত। রবিবার অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আধুনিক লোক গীতি ও গন সংগীত আধারিত 'শ্রমজীবীদের গান'। শিল্পীরা অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে সংগীত পরিবেশন করে শ্রোতৃমন্ডলীর অকুণ্ঠ অভিবাদন গ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানের শেষ নিবেদন ছিল মছলন্দপুরের ইমন মাইম সেন্টার নিবেদিত মূকাভিনয়।
অনুষ্ঠানের মাঝে কাটোয়া জাগরী-এর সম্পাদক অপূর্ব চক্রবর্তী তার সংক্ষিপ্ত ভাষণে সকলকে অভিনন্দন জানান ও আগামী ২১-২৩ ডিসেম্বর দেবশংকর হালদার ও ব্রাত্য বসুর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য অষ্টম বর্ষ নাট্য উৎসবকে সফল করার আহ্বান জানান।