
ফোকাস বেঙ্গল ডেস্ক,মালদাঃ মঙ্গলবাড়ি ইকো ব্যাঙ্কে অভিনব কায়দায় টাকা ছিনতাই করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল দুই যুবক। একজনের বাড়ি ঝাড়খন্ড, আরেকজনের বাড়ি হুগলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম চন্দু মালি (২৪) এবং সুরেশ দাস (২৫)।
জানা গেছে, বুধবার মালদা থানার মঙ্গলবাড়ি ইকো ব্যাঙ্কের শাখায় সকাল ১১টা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী কলোনির বাসিন্দা কৃষ্ণনদেব রায় নিজের একাউন্ট থেকে টাকা তুলতে ব্যাঙ্কে যায়। সেখানে ৪০ হাজার টাকা তুলে কাউন্টারের পাশে টাকা গোনার সময় হঠাৎ অচেনা এক যুবক তার সামনে দশ টাকার কিছু নোট ছড়িয়ে দেয়। এই ঘটনায় অন্যমনস্ক হতেই ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুই যুবক। চিৎকার করে দৌড়ে ধরে ফেলা হলেও ততক্ষণে টাকাগুলি তৃতীয় ব্যক্তির হাতে স্থানান্তর করে দেয় অভিযুক্তরা বলে অভিযোগ। ব্যাঙ্কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয় দুই যুবককে। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দুইজনকে গ্রেপ্তার করে। যদিও খোওয়া যাওয়া টাকা উদ্ধার হয় নি। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
