Headlines
Loading...
বনবিভাগে চাকরি করে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে ৩জন গ্রেফতার

বনবিভাগে চাকরি করে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে ৩জন গ্রেফতার


ফোকাস বেঙ্গল ডেস্ক,শিলিগুড়িঃ বেকার যুবকদের বন বিভাগে চাকরি করে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল জলপাইগুড়ি বৈকুন্ঠুপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত এবং তার স্পেশাল টাস্ক ফোর্সের বনকর্মীরা। বুধবার গভীররাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই তিনজন প্রতারক কে শিলিগুড়ি থেকে গ্রেফতার করে।


ধৃতরা হল শুভম ঢালি, বাড়ি শিলিগুড়ি। প্রদীপ ঘোষ, বাড়ি দমদম। বিক্রম সিংহ, বাড়ি মালদহ। চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে এক যুবকের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে এদের ধরে বন বিভাগের আধিকারিকরা ।এদের কাছ থেকে ৬৬ হাজার টাকা এবং কিছু নথি পাওয়া গেছে। যেখানে বিভিন্ন প্রার্থীর ভুয়ো মেডিকেল সার্টিফিকেট, ইন্টার্ভিউ পাশ সার্টিফিকেট, এমনকি সরকারি সই করা নিয়োগ পত্র রয়েছে।


এদের জেরা করে আধিকারিকরা আরও জানতে পেরেছেন, এই চক্রতে কলকাতা ,মালদহ এবং শিলিগুড়ির আরো কিছু ব্যক্তি জরিত আছে । এদের খোঁজে তল্লাসি শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});