Headlines
Loading...
এবার মোমো-র নিশানায় দুই কলেজ পড়ুয়া

এবার মোমো-র নিশানায় দুই কলেজ পড়ুয়া



ফোকাস বেঙ্গল ডেস্ক,খড়িবাড়িঃ মারণ গেম 'ব্লু হোয়েল'- এর পর এবার 'মোমো' নামে নতুন এক মারণ গেম আতঙ্কের সৃষ্টি করেছে মোবাইল ফোন ব্যাবহারকারিদের মধ্যে।বিশেষ করে স্কুল, কলেজ পড়ুয়ারাই এই গেমের এডমিনদের মূল টার্গেট বলে জানতে পারা যাচ্ছে। জানা গিয়েছে, এই গেমটি মূলত হোয়াটস অ্যাপের মাধ্যমে নিজের আধিপত্য বিস্তার করেছে।

এই আতঙ্কের আবহাওয়ায় মারণ গেম 'মোমো'-র মেসেজ পেল দুই কলেজ পড়ুয়া। তবে আগে থেকেই 'মোমো' গেমটি সম্পর্কে সতর্ক থাকায় এর ফাঁদে পা দেয়নি তারা। দুজনের নাম প্রীতম কর্মকার এবং হীরক বর্মন। সূত্রের খবর, দুজনেই দার্জিলিং জেলার খড়িবাড়ির বাসিন্দা। হীরক শিলিগুড়ি কলেজের এবং প্রীতম নকশালবাড়ি কলেজের ছাত্র। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়িবাড়ি এলাকায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});