Headlines
Loading...
মোবাইল ফোন ফেটে অগ্নিদগ্ধ যুবক,চাঞ্চল্য

মোবাইল ফোন ফেটে অগ্নিদগ্ধ যুবক,চাঞ্চল্য



ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ প্যান্টের পিছন পকেটে রাখা মোবাইল ফোন ফেটে আগুন ধরে যাওয়ায় গুরুতর জখম হলেন এক যুবক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ায়। আহত যুবকের নাম জাভেদ মন্ডল । ওই এলাকাতেই তাঁর বাড়ি।

আহত যুবকের বন্ধু মোবারক মন্ডল জানান, এদিন সকাল সারে সাতটা নাগাদ বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় হটাতই প্যান্টের পিছন পকেটে রাখা মোবাইল ফোন ফেটে গিয়ে আগুন ধরে যায়। প্যান্টের সঙ্গে শরীরের অংশও পুড়তে শুরু করে। প্রথমে হাতে করে ফোনটি বের করার চেষ্টা করলে হাতও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। শেষমেশ শরীর থেকে প্যান্ট আলাদা করে দিয়ে দ্রুত ওই যুবককে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় জাভেদ মন্ডলের শরীরের পিছনের বেশ কিছুটা অংশের চামড়া পুরে গিয়ে উঠে যায়। চিকিৎসক পোড়া অংশে ব্যান্ডেজ করে প্রাথমিক ভাবে পরিস্থিতি সামাল দেন। যদিও এই ঘটনায় আতঙ্কিত জাভেদ বর্তমানে অসহ্য যন্ত্রণা নিয়ে শয্যাশায়ী। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});