Headlines
Loading...
নাবালককে বাধ্য করে স্বমেহনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল আরেক কিশোর,চাঞ্চল্য

নাবালককে বাধ্য করে স্বমেহনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল আরেক কিশোর,চাঞ্চল্য



বাপি দে, বীরভূমঃ ফের একবার প্রকাশ্যে এল বিকৃত মানসিকতার উদাহরন ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাবালকের স্বমেহনের ভিডিও ৷ জানা গিয়েছে, নাবালককে ভয় দেখিয়ে স্বমেহনের ভিডিও করার অভিযোগ উঠেছে আর এক কিশোরের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোলের জামরান গ্রামে ৷ এই ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে এলাকায়। ভিডিওটি ভাইরাল হতেই তদন্তে নেমেছে খয়রাশোল থানার পুলিশ ৷ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। 

জানা গিয়েছে,বীরভূমের খয়ড়াশোলের জামরান গ্ৰামের বছর ১৪-র এক কিশোর মাঠে গরু চড়াতে যায়, তখনি অন্য এক কিশোর তাকে ভয় দেখিয়ে স্বমেহনে বাধ‍্য করে। এবং সেই ভিডিও তুলে গ্ৰামবাসীর মধ্যে ছড়িয়ে দেয়। আক্রান্ত কিশোর স্থানীয় এক স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে গতকাল দুপুরে গরু চড়াতে যায় তখন অন্য এক কিশোর যে এই বছর উচ্চমাধ্যমিক পাশ করেছে তাকে ধরে স্বমেহন করতে বাধ্য করে। শুধু তাই নয়, একটি প্রাণীর সাথেও তার ছবি তোলে। সেই সব ভিডিও মোবাইল ক‍্যামেরায় বন্দি করে ছড়িয়ে দেয়। ভিডিও কাণ্ডের কথা জানতে পারেন কিশোরের বাবাও। তারপর তিনি গ্ৰামবাসীদের সব কথা জানান। গ্ৰামের লোক পুলিশকে ঘটনার কথা জানায়। পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে। 

আক্রান্ত কিশোরের বক্তব্য ' ভয় দেখিয়ে ওই কাজ করা করায় আমাকে। বাড়িতে বলতেও বারণ করেছিল। বললে মারার হুমকিও দেয় সে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});