
এদিন সকালে পূর্বস্থলী-২ ব্লকের চুপির পাখিরালয়,পূর্বস্থলী-১ ব্লকের সুলনটুর মসজিদ, চাঁপাহাটির তপবন সাধুর আশ্রম, শ্রীরামপুরের গোপীনাথ মন্দির ঘুরে দেখেন সকলে।
পরে ঐতিহাসিক কালনা শহরের রাজবাড়ি,১০৮ শিব মন্দির, প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, ২৫ চূড়া কৃষ্ণচূড়া মন্দিরও পরিদর্শন করেন তাঁরা।

জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, রাজ্য পর্যটন দপ্তর জেলার পর্যটন শিল্পের প্রসারে সার্কিট ট্যুরিজম চালু করতে চলেছে। সেই লক্ষ্যে জেলার পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষনীয় করার উদ্যোগ শুরু করা হয়েছে। তাই শীতের আগেই জেলার সমস্ত দর্শনীয় স্থানগুলিকে প্রয়োজন অনুসারে সাজিয়ে তোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। জেলার সদর শহর বর্ধমানের পাশাপাশি কালনা,কাটোয়া মহকুমার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলি আগামীদিনে পর্যটকদের আরো আকৃষ্ট করবে।
