Headlines
Loading...
বর্ধমানে আগামী ১০ ফেব্রুয়ারী চালু হচ্ছে মেয়েদের জন্য অত্যাধুনিক নতুন 'হোম'

বর্ধমানে আগামী ১০ ফেব্রুয়ারী চালু হচ্ছে মেয়েদের জন্য অত্যাধুনিক নতুন 'হোম'

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের উপকন্ঠে বামচান্দাইপুরে চালু হতে চলেছে অত্যাধুনিক ৫০ শয্যা বিশিষ্ট পূর্ব বর্ধমান জেলার একমাত্র মেয়েদের হোম। আগামী ১০ ফেব্রুয়ারী এই হোমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সোমবার পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন,মেয়েদের জন্য নতুন হোম চালুর আগেই রাজ্য সরকারের কাছে ছেলেদের জন্যও পৃথক একটি হোমের প্রস্তাব পাঠানো হয়েছে। এদিন ইণ্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশনের জেলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি একইসঙ্গে ১৮ থেকে ২১ বছর বয়সী মেয়েদের জন্য একটি পৃথক হোম ও সরকারীভাবে শিশুদের জন্য 'শা' (সদ্যোজাত শিশু থেকে কয়েকমাসের শিশুদের লালন-পালনের জায়গা ) তৈরীর পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে তিনি জানান।
জেলাশাসক এদিন জানিয়েছেন,১৮ বছরের পর মেয়েদের আর হোমে রাখা যায় না। ওই বয়সের মেয়েরা হোম থেকে বেরিয়ে কোথায় যাবে তা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় তাদের জন্য আলাদা হোমের কথা ভাবা হচ্ছে।
উল্লেখ্য,বর্ধমান শহরের উপকন্ঠে বামচান্দাইপুরে ইতিমধ্যেই মেয়েদের জন্য প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৫০ বেডের একটি অত্যাধুনিক হোম তৈরীর কাজ সম্পূর্ণ। জেলাশাসক জানিয়েছেন, বর্ধমান শহরের ভিতর ঢলদিঘীপাড় এলাকায় একটি ভাড়া বাড়িতে বর্তমানে মেয়েদের এই হোম চালু থাকলেও সেখানে মেয়েদের থাকার উপযুক্ত পরিকাঠামোর অভাব রয়েছে। ওই হোমে বর্তমানে ২৫জন মেয়ে রয়েছে। তাদের নতুন হোমে নিয়ে আসা হবে। এখানে তাদের জন্য ভোকেশনাল ট্রেনিং-এর ব্যবস্থা থাকছে বলে জানান জেলাশাসক। এছাড়া মেয়েদের চাহিদা অনুসারে বিউটি পার্লার সহ অন্যান্য বিষয়ের  ট্রেনিং-এরও ব্যবস্থা করা হচ্ছে এই নতুন হোমে। 
প্রসঙ্গত উল্লেখ্য,গত ১৫ জানুয়ারী রাজ্য সরকারের নির্দেশে বর্ধমানের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। মালদা জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে বর্ধমান জেলাকে যুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই দুটো জেলার চাইল্ড ওয়েলফেয়ার দপ্তরের কাজ এখন যৌথ ভাবে চলবে বলে জানান জেলাশাসক। তিনি আরও জানান,মালদা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন
চৈতালী ঘোষ সরকার প্রতি সপ্তাহে বর্ধমানে একদিন করে আসবেন এবং সমস্ত বিষয় দেখবেন।এছাড়াও প্রয়োজনে বর্ধমানের অধিকারিকরাও মালদা যাবেন।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});