Headlines
Loading...
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের ডেপুটেশন

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের ডেপুটেশন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার ভারতের ছাত্র ফেডারেশন,পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করা হল । কমিটির সভাপতি বিশ্বরূপ হাজরা জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সমস্ত ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং মেধাকে প্রাধান্য দেওয়ার বিষয়ে এদিন দাবি জানানো হয়েছে। এছাড়াও  সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ভুল ফলপ্রকাশ সহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জিএস ক্যাশ সেল তৈরী করা এবং স্যাটিনারি ন্যাপকিন তৈরির ভেন্ডিংমেশিন স্থাপন করার বিষয়ে দাবি জানানো হয়েছে। তিনি আরও জানান,অবিলম্বে ছাত্রবিরোধী স্টুডেন্টস কাউন্সিলকে বাদ দিয়ে ছাত্র সংসদ নির্বাচনকে রাখা বহাল রাখার দাবিও রাখা হয়েছে ওই স্মারকলিপিতে ।
                                                                                                            ছবি-সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});