ফোকাস বেঙ্গল ডেস্কপূর্ব বর্ধমান: সোমবার পূর্ব বর্ধমানের ৫০ হাজার ১৮৫ জন উপভোক্তাকে বাংলা আবাস যোজনার বাড়ির কাগজপত্র প্রদান করা হল। জেলার হাটগোবিন্দপুরে এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, সহকারী সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রমুখ। সভাধিপতি এদিন জানান, অবিভক্ত বর্ধমানে ,২০১৬-২০১৭ আর্থিক বছরে বাংলা আবাস যোজনায় বাড়ি পেয়েছিলেন ২৯ হাজার উপভোক্তা এবং ২০১৭-২০১৮ আর্থিক বছরে সেই সংখ্যাটা ছিল ৩২ হাজার।
দেবু টুডু জানান, ২ জানুয়ারি বর্ধমানে মাটিতীর্থ কৃষিকথায় মাটি উৎসবের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোযণা করে যান বাংলা আবাস যোজনায় রাজ্যের ৫ লক্ষ মানুষকে বাড়ি প্রদান করা হবে। সেদিনই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ২৯ জানুয়ারী কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপভোক্তাদের হাতে এই প্রকল্পের কাগজপত্র তুলে দেওয়ার মূল অনুষ্ঠানটি হবে। এছাড়া জেলার প্রতিটি ব্লকেও এই অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ মেনেই এদিন এই অনুষ্ঠানে বাংলা আবাস যোজনায় অন্তর্ভূক্তদের হাতে বাড়ির কাগজপত্র তুলে দেওয়া হল।
সভাধিপতি জানান,গীতাঞ্জলি প্রকল্পেও এই জেলা থেকে ৫ হাজার জনের নামের তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে।
প্রসঙ্গত উল্লেখ্য, উপনির্বাচন থাকায় রাজ্যের হাওড়া ও উত্তর ২৪পরগণা জেলার জন্য বাংলা আবাস যোজনার কাগজপত্র উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার বিষয়টি সাময়িক স্থগিত রাখা হয়েছে। এই দুটি জেলা বাদে এদিন রাজ্যের প্রায় সব জেলার প্রতিটি ব্লকেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছবি-সুরজ প্রসাদ