Headlines
Loading...
বহু অভিযোগের পর শেষমেষ বর্ধমান মেডিকেলে চালু হচ্ছে ইকো রিক্সা অ্যাম্বুলেন্স পরিষেবা

বহু অভিযোগের পর শেষমেষ বর্ধমান মেডিকেলে চালু হচ্ছে ইকো রিক্সা অ্যাম্বুলেন্স পরিষেবা


ফোকাস বেঙ্গল ডেস্কপূর্ব বর্ধমান: পর্যাপ্ত স্ট্রেচারের অভাবে মুমুর্ষ রোগীদের ইমার্জেন্সি থেকে অথবা হাসপাতালের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে রোগীর পরিজনদের দীর্ঘদিনের অভিযোগ ছিল। এমনকি স্ট্রেচার থাকলেও সময়ে রোগীর জন্য তার ব্যবস্থা করার লোক পাওয়া যেত না বলেও বারবার অভিযোগ উঠেছে। শেষমেষ সমস্যা সমাধানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর এবার ইকো রিক্সা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হতে চলেছে। হাসপাতালের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগীর যাতায়াতের সুবিধার্থে এই অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করে দিচ্ছেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক ড:রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি জানান,স্ট্রেচারের অভাবে অনেকসময় রোগীকে খাটিয়া করে অথবা চ্যাঙদোলা করে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যান রোগীর পরিজনেরা। এই অসুবিধা দূর করতেই হাসপাতালকে 'সেবা' নামে এই ইকো রিক্সা অ্যাম্বুলেন্সটি প্রদান করা হল। এতে স‌্যালাইন, অক্সিজেনের ব্যবস্থাও থাকছে।
সোমবার আনুষ্ঠানিকভাবে হাসপাতাল সুপার ডা.উৎপল দাঁ-এর হাতে এই অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গেছে, অ্যাম্বুলেন্সটির পরিকাঠামোগত বেশ কিছু কাজ এখনও বাকি আছে। সেই কাজ শেষ করে আগামী ২৪ ফেব্রুয়ারী থেকে পুরোপুরি চালু হয়ে যাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবা। পরিষেবা মিলবে ২৪ ঘন্টার জন্য। 
যদিও এদিন হাসপাতালে আগত রোগীদের পরিবারের অনেকেই জানিয়েছেন,হাসপাতালের ভিতরে রোগীদের বহন করবার জন্য ইকো রিক্সা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলে ভালো হবে। কিন্তু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যাবার জন্য রাস্তাগুলোর বর্তমানে যে হাল অতি দ্রুত তার সংস্কার করা প্রয়োজন।তা নাহলে এই অ্যাম্বুলেন্স চড়ে রাস্তাগুলো দিয়ে রোগীদের যাতায়াত আরামদায়ক হবে না বলেই তাদের মত। 
অন্যদিকে রবিরঞ্জনবাবু জানিয়েছেন, এইরকম একটি অ্যাম্বুলেন্সের জন্য আবেদন জানানো হয়েছে বর্ধমানের সুপার স্পেশালিটি হাসপাতাল অনাময়ের পক্ষ থেকেও। সেখানেও এই ধরনের একটি অ্যাম্বুলেন্স তিনি দেবার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রসঙ্গত,এর আগে বর্ধমান হাসপাতাল থেকে মৃতদেহকে উন্মুক্তভাবে সাইকেল ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি ভাল চোখে নেননি বিধায়ক। তা বন্ধ করতে তিনি 'ঘুমের দেশে' নামে একটি ইকো রিক্সা হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করেছিলেন। এছাড়া বর্ধমান মেডিকেল কলেজের খেলার মাঠের সংস্কারের কাজও তাঁর বিধায়ক তহবিলের টাকায় শুরু করা হয়েছে বলে রবিরঞ্জনবাবু জানান। 
                                                                                              ছবি - ফাইল এবং সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});