ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ২০১৯ লোকসভা নির্বাচনের আগে সোমবার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
আজ সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পরেই কেন্দ্রীয় অর্থনৈতিক সমীক্ষা পেশ করবে সরকার। বাজেট অধিবেশনের প্রথম পর্যায় ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
২০১৯ সালে লোকসভা ভোট। সেদিকে নজর রেখে এবারের বাজেটে জনমোহিনী কিছু ঘোষণা করতে পারেন জেটলি। আয়করে ছাড়, কৃষিক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
২০১৯ সালে লোকসভা ভোট। সেদিকে নজর রেখে এবারের বাজেটে জনমোহিনী কিছু ঘোষণা করতে পারেন জেটলি। আয়করে ছাড়, কৃষিক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।