ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি বা সংক্ষেপে নালসা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বর্ধমানের সাধনপুরে ১০০জন গরীব মানুষের হাতে ১০০টি কম্বল তুলে দেওয়া হল। জেলা আইনী পরিষেবা কেন্দ্র এবং বর্ধমান সহযোদ্ধার যৌথ উদ্যোগে এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা জজ বিভাসরঞ্জন দে, লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক জয়প্রকাশ সিং, বর্ধমান সহযোদ্ধার সংস্থার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য প্রমুখরা।
এদিন দুঃস্থদের কম্বল বিতরণের পাশাপাশি আইনি সচেতনতা শিবিরও করা হয়। জয়প্রকাশ সিং জানান, বর্ধমান আদালতের এই লিগ্যাল সার্ভিস অথরিটি গরীব ও দুঃস্থদের নানাবিধ আইনী পরিষেবা দিয়ে থাকে বিনামূল্যে। গরীব ও দুঃস্থ মানুষ কি কি ধরণের আইনী সাহায্য পেতে পারেন এদিন সে বিষয়ে জানানো হয়। পাশাপাশি বর্ধমান সহযোদ্ধা সংস্থার পক্ষে প্রীতিলতা বন্দোপাধ্যায় জানান, সমাজের পিছিয়ে পরা,দুর্বল,গরিব,দুস্থ মানুষদের পশে দাঁড়িয়ে এই সংস্থা সারা বছর বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করে চলেছে।