Headlines
Loading...
বর্ধমানে রেষারেষি করতে গিয়ে টাউন সার্ভিস বাস থেকে যাত্রীকে ঠেলে ফেলে দেওয়ায় উত্তেজনা।

বর্ধমানে রেষারেষি করতে গিয়ে টাউন সার্ভিস বাস থেকে যাত্রীকে ঠেলে ফেলে দেওয়ায় উত্তেজনা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: চলন্ত বাস থেকে জোর করে নামিয়ে দেওয়ার সময় পরে গিয়ে গুরুতর আহত হলেন এক মাঝবয়সী মহিলা যাত্রী। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে বর্ধমান শহরের জি টি রোডে কালিবাজার মোড় এলাকায়। আর এই ঘটনার পরই উত্তেজিত স্থানীয় জনতা ছুটে এলে বাস কর্মীরা মাঝ রাস্তায় বাস ফেলে পালিয়ে যায়। 
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে আহত যাত্রীর নাম রানু নন্দী। পেশায় তিনি আইসিডিএস কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগে যাবার জন্য রেষারেষি করতে গিয়ে এদিন আলিশা - নবাবহাট রুটের বাসটি নির্দিষ্ট স্টপেজের আগেই ওই মহিলাকে নামিয়ে দিতে যায়। তাড়াহুড়োয় নামতে গিয়ে পরে যান ওই মহিলা। গুরুতর আঘাত পান তিনি । 
স্থানীয় কয়েকজন ব্যবসাদার নিজেরাই উদ্যোগ নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন রানু দেবীকে। বর্ধমান থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});