Headlines
Loading...
পাঁশকুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায়  হকার উচ্ছেদ অভিযানে রেল। উত্তেজনা।

পাঁশকুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযানে রেল। উত্তেজনা।



ফোকাস বেঙ্গল ডেস্ক,পাঁশকুড়া:পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা সৌন্দর্যায়নের জন্য রেলের জায়গায় থাকা ব্যাবসায়ীদের উঠে যাওয়ার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু বিগত ৩০ - ৩৫ বছর ধরে এই জায়গায় ব্যবসা করে আসা ব্যাবসায়ীরা রেল ও জেলা প্রশাসনের কাছে বিকল্প ব্যাবস্থার আবেদন জানিয়েছিল। এমনকি শাসকদলের পতাকা হাতে আন্দোলনেও নামেন তাঁরা। বৃহস্পতিবার রেল কতৃপক্ষ প্রস্তাবিত প্রকল্পের কাজ শুরু করার জন্য কোনো সুযোগ না দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে। এই উছেদকে ঘিরে কোন রকম গন্ডগোল বা ঝামেলা যাতে না হয় সেই আশংকায় এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও রাফ বাহিনী। রেল কতৃপক্ষ জানিয়েছে,পাশকুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকাকে সুন্দর করে সাজিয়ে তুলতে প্রায় ৫০০ দোকান উছেদ করা হবে। এলাকা সৌন্দর্যয়ান এর জন্য এই হকার উছেদ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});