
পিয়ালী দাস, বীরভূমঃ আজ আনুষ্ঠানিক ভাবে বীরভূম জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহন করলেন কুনাল আগরওয়াল (আই.পি.এস)। এদিন বীরভূমের প্রাক্তন পুলিশ সুপার সুধির কুমার নীলকান্তম নতুন পুলিশ সুপারের হাতে দায়িত্ব তুলে দেন। পুস্পস্তবক দিয়ে কুনাল আগরওয়ালকে অভ্যর্থনা জানান প্রাক্তন এস পি। উল্লেখ্য, এর আগে কুনাল আগরওয়াল পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার পদে তিন বছর দায়িত্বভার সামলেছেন।
সুধির কুমার জানান, দুই বছর বীরভূমের পুলিশ সুপার পদে তিনি কাটালেন। অনেক ভালো অভিজ্ঞতা নিয়েই এই জেলা থেকে যাচ্ছেন।
