Headlines
Loading...
২১ জুন নেতাজি ইনডোরে প্রথম তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক

২১ জুন নেতাজি ইনডোরে প্রথম তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক


ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতাঃ পঞ্চায়েত নির্বাচনের পর আগামী ২১ জুন প্রথম তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠকে পঞ্চায়েত নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন মূলত তাঁদেরকেই ডাকা হয়েছে ৷ এছাড়া দলের সমস্ত বিধায়ক, মন্ত্রী, সাংসদ, কাউন্সিলর ও জেলা সভাপতিদেরও বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর ৷ যদিও এই বৈঠকে থাকছেন না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বলে সুত্রের খবর।

তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনে ভাল ফলের জন্য দলের কর্মীদের ধন্যবাদ জানাবার পাশাপাশি এই বৈঠক থেকে যেসব জায়গায় পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে, সেখানে দলের কী অবস্থান হবে সে ব্যাপারেও নেত্রী তাঁর মত জানাতে পারেন ৷ এছাড়া পঞ্চায়েতে গতবারের জয়ী প্রার্থীরা, যাঁরা এবার টিকিট পাননি- তাঁদের কী পদ দেওয়া হতে পারে, সেই ব্যাপারেও ইঙ্গিত দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});