Headlines
Loading...
মেমারীতে সম্পত্তিগত বিবাদের জেরে ভাইয়ের হাতে দাদা খুন

মেমারীতে সম্পত্তিগত বিবাদের জেরে ভাইয়ের হাতে দাদা খুন

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারীঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাই ও তার পরিবারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারী থানার সাহানুই গ্রামে। মৃতের নাম মদন মাঝি (৬৭)।

মৃতের ছেলে মিতাস মাঝি জানিয়েছেন, রবিবার সকালে বাড়ির সকলেই তাঁরা চাষের কাজে বেড়িয়ে যান। এই সময় বাড়িতে ছিলেন মহিলারা। সেই সময় তাঁর মেজকাকা মানিক মাঝি সহ বাবু মাঝি, অমৃতা মাঝি এবং লক্ষ্মী মাঝি তাঁদের বাড়িতে এসে তাঁর স্ত্রীকে মারধোর করতে শুরু করেন। তাদের অভিযোগ ছিল তুকতাক করে মানিকবাবুর পরিবারের ক্ষতি করার চেষ্টা করছেন মদন মাঝির পরিবার।

মিতাসবাবু জানিয়েছেন, এরপর তাঁরা জমির কাজ সেরে বাড়ি ফিরে এসে এই ঘটনা শুনে মেমারী থানায় যান। সেখানে একটি অভিযোগ জানাতে চাইলে পুলিশ তা না নিয়েই ফেরত পাঠিয়ে দেন। তিনি জানিয়েছেন, এরপর দুপুরবেলায় ফের তাঁর কাকার পরিবারের লোকজন বাড়িতে এসে তাঁদের সম্পত্তি লিখে দেবার দাবী জানাতে থাকেন। এই সময় ফের তাঁরা মারধোর করতে শুরু করেন তাঁদের। চিৎকার চেঁচামেচি শুনে ঘর থেকে বেড়িয়ে আসেন মদন মাঝি। তিনি হাতাহাতি থামাতে গেলে তাঁর বুকে কিল, চর, লাথি মেরে ফেলে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এই ঘটনায় মেমারী থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। মেমারী থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});