Headlines
Loading...
বীরভূমের নতুন জেলাশাসক হলেন মৌমিতা গোডড়া বসু ( আইএএস )

বীরভূমের নতুন জেলাশাসক হলেন মৌমিতা গোডড়া বসু ( আইএএস )


পিয়ালী দাস, বীরভূমঃ সোমবার আনুষ্ঠানিক ভাবে বীরভূম জেলার নতুন জেলাশাসক হিসাবে যোগ দিলেন মৌমিতা গোডড়া বসু ( আইএএস )। মৌমিতা দেবী এর আগে বাঁকুড়ার জেলাশাসক ছিলেন। সেখানে তিনি ৩ব ছর জেলার দায়িত্ব সামলেছেন। পাশাপাশি গত ৪ বছর ধরে বীরভূম জেলার দায়িত্বভার সামলানোর পর পি.মোহন গান্ধী ( আইএএস ) বদলি হয়ে গেলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দায়িত্ব নিয়ে। এদিন সকালে মৌমিতা গোডড়া বসুর হাতে জেলার দায়িত্বভার তুলে দেন তিনি।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});