
পিয়ালী দাস, বীরভূমঃ গ্যস ট্যঙ্কারের সঙ্গে পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় আগুন লেগে গেল দুটি গাড়িতেই। এই ঘটনায় সোমবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়াল বীরভূমের মহম্মদ বাজারের রাইপুরে। জানা গেছে, এদিন গ্যস ট্যাঙ্কারটি রামপুরহাটের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্পার একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে গ্যাস ট্যঙ্কারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ট্যঙ্কারে। সেই আগুন ছড়িয়ে পরে ডাম্পারটিতেও। সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনার পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও আগুনের কাছেই যেতে পারেনি আগুনের তীব্রতায়। পরে আরো একটি দমকলের ইঞ্জিন এলে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে দুপুর ১টা থেকে যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়।
