
ফোকাস বেঙ্গল ডেস্ক, বীরভূমঃ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বীরভূমের সাঁইথিয়া স্টেশনে যাত্রী বিক্ষোভে আটকে পড়লেন সাংসদ শতাব্দী রায়। রেল সূত্রে জানা গেছে, সোমবার সকালে মালদা হাওড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা সাঁইথিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকে। এই নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পরে। তারা বিক্ষোভ দেখাতে থাকে স্টেশনে। যাত্রীদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেশনে। এই সময় হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস সাঁইথিয়া স্টেশনে আসলে বিক্ষোভকারীরা গণদেবতা এক্সপ্রেস আটকেও বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ট্রেনেই সফর করছিলেন সাংসদ। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে প্রথমে বিক্ষোভকারীদের হটিয়ে গণদেবতা এক্সপ্রেসকে গন্ত্যবের দিকে রওনা করে। অন্যদিকে, প্রায় ঘন্টা দুয়েক পর রামপুরহাট থেকে একটি ইঞ্জিন নিয়ে এসে মালদা হাওড়া এক্সপ্রেস ট্রেনকে গন্তব্যের দিকে রওনা করা হয়।
বিক্ষোভরত যাত্রীরা জানিয়েছেন, এই রকম ইঞ্জিন বিকলের ঘটনা প্রায়শই ঘটে চলেছে এই রুটে। ফলে বিভিন্ন স্টেশনে যাত্রী বিক্ষোভের ফলে অন্যান্য ট্রেনগুলিও মাঝে মধ্যেই সময়ের থেকে দেরিতে চলে। প্রায়শই এমন ঘটনার পরেও কোনোরকম হেলদোল নেই রেল কর্তৃপক্ষের।
