Headlines
Loading...
১০ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার ১

১০ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার ১

ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১০ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়নের জওয়ানরা। স্বরূপ মন্ডল(৪১) নামে ওই ব্যক্তির কাছ থেকে ৩০০ গ্রাম সোনার তিনটি বিস্কুট উদ্ধার হয়েছে। ধৃত ব্যাক্তির বাড়ি হিলি থানার বৈকুন্ঠপুর এলাকায়। উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও ধৃত ব্যক্তিকে হিলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে হিলির ডাবরা এলাকায় হিলি থেকে বালুরঘাট অভিমুখে যাওয়া একটি বেসরকারি গাড়িতে হানা দেয় বিএসএফ। হানা দেওয়ার সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তারা তল্লাশী চালাতেই ১০০ গ্রাম ওজনের তিনটি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়নের জওয়ানরা। উদ্ধার হওয়া সোনা গুলো বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে এসেছে। হিলি থেকে তা মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ব্যক্তি সোনা বাহক হিসেবে কাজ করছিল। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৯ লক্ষ ২৭ হাজার ৪৫০ টাকা বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। সোনা ও ধৃত ব্যক্তিকে হিলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি সোনা পাচার চক্রের হৃদিশ ও কারা এই চক্রে জড়িত আছে তা খতিয়ে দেখছে বিএসএফ। 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});