ফোকাস বেঙ্গল ডেস্ক,নিউ দিল্লি:হোলিতে দেশবাসীর জন্য সুখবর।দাম কমল গ্যাসের। ভর্তুকি যুক্ত ও ভর্তুকি বিহীন দু’ধরনের গ্যাসের ক্ষেত্রেই দাম কমেছে। বৃহস্পতিবার থেকেই সেই নতুন দাম ধার্য করা হয়েছে।
কলকাতায় ভর্তুকিবিহীন গ্যাসের দাম সিলিন্ডার প্রতি কমেছে ৪৫ টাকা।বর্তমানে গ্রাহকদের দিতে হবে ৭১১ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ৪৭টাকা কমে দাম হয়েছে ৬৮৯ টাকা। মুম্বইতে ৪৭ টাকা কমে হয়েছে ৬৬১ টাকা।
পাশাপাশি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমেছে সিলিন্ডার প্রতি ২.৫০ টাকা। সেই অনুযায়ী কলকাতায় ভর্তুকিযুক্ত গ্যাসের দাম হল ৪৯৬ টাকা ৭ পয়সা, মুম্বইতে ৪৯০ টাকা ৮০ পয়সা ও দিল্লিতে দাম হল ৪৯৩টাকা ৯ পয়সা।
বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের জন্য যে ১৯ কেজির সিলিন্ডার পাওয়া যায়, তার দামও কমেছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমেছে সিলিন্ডার প্রতি ২.৫০ টাকা। সেই অনুযায়ী কলকাতায় ভর্তুকিযুক্ত গ্যাসের দাম হল ৪৯৬ টাকা ৭ পয়সা, মুম্বইতে ৪৯০ টাকা ৮০ পয়সা ও দিল্লিতে দাম হল ৪৯৩টাকা ৯ পয়সা।
বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের জন্য যে ১৯ কেজির সিলিন্ডার পাওয়া যায়, তার দামও কমেছে বলে জানা গিয়েছে।