Headlines
Loading...
ডেঙ্গু প্রতিরোধে শহরে সচেতনতার পদযাত্রা বর্ধমান পুরসভার

ডেঙ্গু প্রতিরোধে শহরে সচেতনতার পদযাত্রা বর্ধমান পুরসভার


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:ডেঙ্গু প্রতিরোধে এবার পদযাত্রার আয়োজন করল বর্ধমান পুরসভা। রবিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় বর্ধমান উদয়চাঁদ মহিলা কলেজের সামনে।মূলত ডেঙ্গুর মত মশাবাহিত রোগ ছাড়াও নানা পতঙ্গ বাহিত রোগের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এই পদযাত্রা বলে জানিয়েছেন পুরসভার পুরপতি পরিষদের সদস্য খোকন দাস। তিনি জানান,গতবার থেকে শিক্ষা নিয়ে এবার ডেঙ্গু মোকাবিলায় আগে থেকেই ব্যাপক অভিযানে নামছে  বর্ধমান পুরসভা। একইসঙ্গে এব্যাপারে সচেতনও করা হচ্ছে শহরের নাগরিকদের। 

এদিনের পদযাত্রায় পা মেলান পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব,পুরপতি ডা. স্বরূপ দত্ত, সহ জেলা স্বাস্থ্যদপ্তরের কর্মীরাও। জেলাশাসক জানান ,সাধারণ মানুষকে সচেতন করতে এদিনের পদযাত্রা থেকে লিফলেট বিলি করা হয়েছে। ঐসব লিফলেটে পতঙ্গবাহিত রোগ দূরীকরণ সম্পর্কে সতর্ক করার পাশাপাশি নিজেদের এলাকা ও বাড়িঘর পরিচ্ছন্ন রাখার কথাও বলা হয়েছে। তিনি জানান, শুধু বর্ধমান পুরসভা এলাকাতেই নয় , গোটা জেলা জুড়েই শুরু করা হয়েছে রাস্তা-ঘাট ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। 
                                                                                                              ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});