ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গত একমাস ধরে বেসরকারি একটি আবাসন প্রকল্পের নির্মাণ কার্যের জেরে এলাকায় দুর্ঘটনার আশংকায় পুরসভার কাছে লিখিত অভিযোগ জানিয়ে কাজ বন্ধের দাবি জানালেন বর্ধমানের কালনা রোড বাদামতলা এলাকার বাসিন্দারা। একইসঙ্গে তারা বিষয়টি সম্পর্কে চিঠি দিয়ে অবগত করে সমস্যার বিহিত চেয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক ,জেলা পুলিশ সুপার ও স্থানীয় কাউন্সিলারের কাছেও।
বাসিন্দাদের অভিযোগ,বাদামতলা এলাকায় যেখানে আগে অম্বিকা শ-মিল এবং অজন্তা টিম্বার কাঠগোলা ছিল, সেগুলি এখন বন্ধ হয়ে যাওয়ায় ফাঁকা জমিতে আবাসন নির্মাণের কাজ করছে একটি বেসরকারি সংস্থা। এলাকার বাসিন্দা রতন হাজরা, মৌসুমী দত্ত সহ অন্যান্যদের অভিযোগ, ওই জমিতে মাটির তলায় একতলা ও মাটির ওপরে ৯ তলা ভবন নির্মাণের কাজ চলছে। এজন্য ১২০ ফুটের একাধিক গর্ত তৈরী হচ্ছে গত একমাস ধরে। এদিকে জমিতে ভারী মেশিন দিয়ে খনন কার্য চালানোয় একদিকে বীভৎস কম্পন ছড়িয়ে পড়ছে গোটা এলাকা জুড়ে, অন্যদিকে বিকট শব্দের চোটে ছেলেমেয়েদের পড়াশোনা প্রায় বন্ধ হবার মুখে। তাদের আরও অভিযোগ, খনন কার্যের জেরে আশেপাশের বাড়িগুলি এমনভাবে কেঁপে উঠছে তাঁরা চমকে উঠছেন ভূমিকম্প হচ্ছে ভেবে। এমনকি তীব্র শব্দে ইতিমধ্যেই পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে ফাটলও দেখা দিয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ক্রমাগত ও অনিয়ন্ত্রিতভাবে খনন কার্য চালানো হলে এলাকার পুরোন ও দুর্বল কাঠামোর বাড়িগুলি যে কোনও সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আশঙ্কায় রাতে ঘুমোতে পর্যন্ত পারছেন না তারা। বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিক পুরসভা।
উল্লেখ্য, বর্তমানে যে এলাকাটিতে আবাসন নির্মাণের কাজ চলছে তার ঠিক পিছনেই রয়েছে পুরোন খালুইবিল মাঠ পাড়া, যেটি একসময় জলা এলাকা ছিল। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, এখানকার মাটি নরম। ফলে এতবড় নির্মাণ কার্যের জের হয়তো সামলাতে পারবেনা এলাকার প্রাচীন বাড়িগুলি। আর একারণেই তারা পুরসভার শরণাপন্ন হয়েছেন। তবে আবাসন প্রকল্পটির মালিক তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে রাজি হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও তার আগে শনিবার নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, যে জমিটিতে আবাসন প্রকল্পের কাজ শুরু হয়েছে,সেই জমিটি নিয়ে বিতর্ক রয়েছে। আরও জানা গেছে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে। শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকায় একটি প্রকল্পের কাজ করার সময়ও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছিলেন।
গত একমাস ধরে বেসরকারি একটি আবাসন প্রকল্পের নির্মাণ কার্যের জেরে এলাকায় দুর্ঘটনার আশংকায় পুরসভার কাছে লিখিত অভিযোগ জানিয়ে কাজ বন্ধের দাবি জানালেন বর্ধমানের কালনা রোড বাদামতলা এলাকার বাসিন্দারা। একইসঙ্গে তারা বিষয়টি সম্পর্কে চিঠি দিয়ে অবগত করে সমস্যার বিহিত চেয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক ,জেলা পুলিশ সুপার ও স্থানীয় কাউন্সিলারের কাছেও।
বাসিন্দাদের অভিযোগ,বাদামতলা এলাকায় যেখানে আগে অম্বিকা শ-মিল এবং অজন্তা টিম্বার কাঠগোলা ছিল, সেগুলি এখন বন্ধ হয়ে যাওয়ায় ফাঁকা জমিতে আবাসন নির্মাণের কাজ করছে একটি বেসরকারি সংস্থা। এলাকার বাসিন্দা রতন হাজরা, মৌসুমী দত্ত সহ অন্যান্যদের অভিযোগ, ওই জমিতে মাটির তলায় একতলা ও মাটির ওপরে ৯ তলা ভবন নির্মাণের কাজ চলছে। এজন্য ১২০ ফুটের একাধিক গর্ত তৈরী হচ্ছে গত একমাস ধরে। এদিকে জমিতে ভারী মেশিন দিয়ে খনন কার্য চালানোয় একদিকে বীভৎস কম্পন ছড়িয়ে পড়ছে গোটা এলাকা জুড়ে, অন্যদিকে বিকট শব্দের চোটে ছেলেমেয়েদের পড়াশোনা প্রায় বন্ধ হবার মুখে। তাদের আরও অভিযোগ, খনন কার্যের জেরে আশেপাশের বাড়িগুলি এমনভাবে কেঁপে উঠছে তাঁরা চমকে উঠছেন ভূমিকম্প হচ্ছে ভেবে। এমনকি তীব্র শব্দে ইতিমধ্যেই পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে ফাটলও দেখা দিয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ক্রমাগত ও অনিয়ন্ত্রিতভাবে খনন কার্য চালানো হলে এলাকার পুরোন ও দুর্বল কাঠামোর বাড়িগুলি যে কোনও সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আশঙ্কায় রাতে ঘুমোতে পর্যন্ত পারছেন না তারা। বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিক পুরসভা।
উল্লেখ্য, বর্তমানে যে এলাকাটিতে আবাসন নির্মাণের কাজ চলছে তার ঠিক পিছনেই রয়েছে পুরোন খালুইবিল মাঠ পাড়া, যেটি একসময় জলা এলাকা ছিল। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, এখানকার মাটি নরম। ফলে এতবড় নির্মাণ কার্যের জের হয়তো সামলাতে পারবেনা এলাকার প্রাচীন বাড়িগুলি। আর একারণেই তারা পুরসভার শরণাপন্ন হয়েছেন। তবে আবাসন প্রকল্পটির মালিক তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে রাজি হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও তার আগে শনিবার নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, যে জমিটিতে আবাসন প্রকল্পের কাজ শুরু হয়েছে,সেই জমিটি নিয়ে বিতর্ক রয়েছে। আরও জানা গেছে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে। শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকায় একটি প্রকল্পের কাজ করার সময়ও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছিলেন।
ছবি - সুরজ প্রসাদ