ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: উৎসবের মরসুম প্রায় শেষের দিকে। বর্ধমান পৌর এলাকা জুড়ে প্রায় পাড়ায় পাড়ায় উৎসব শেষে এবার বর্ধমান উত্তর বিধানসভা এলাকার ভোতার পারা নেরোদিঘি উত্তরপাড়ে শুরু হতে চলেছে 'বর্ধমান উত্তর উৎসব'। উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান জানান,আগামী ২১ফেব্রুয়ারী থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত উৎসবের দিনগুলিতে হাজির থাকবেন নামীদামী অভিনেতা,সংগীত শিল্পী থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের নেতা মন্ত্রীরা।
সোমবার এ সম্পর্কে এক সাংবাদিক বৈঠকে নুরুল হাসান জানান ,বর্ধমান উত্তর বিধানসভা এলাকার এই অংশের মানুষজন এইরকম একটি উৎসবের জন্য একাধিকবার দাবি জানিয়েছিলেন। সেই দাবি মেনেই এবারই প্রথম এই উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসব শুরু হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন। উদ্বোধন করবেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।